শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪

সোহেল মিয়া.কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে গ্রাম আদালতের সেবা সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি মূলক একটি র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ চত্বরে  মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের উদ্দোগে সোমবার সকালে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়)প্রকল্প স্থানীয় সরকার বিভাগ একটি র‌্যালী বাহির করেন।র‌্যালীটি ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে বাহির হয়ে হাসপাতাল ও কলেজ রোডসহ স্থানীয় প্রধান সড়কগুলো প্রদর্ক্ষীণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এসে র‌্যালীটি সমবেত হয়। র‌্যালীতে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী  জাহাঙ্গীর আলম পলাশের পরিচালনায়।
এসময় বক্তব্য রাখেন,শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,রফিকুল ইসলাম,ইউপি সচিব শহিদুল ইসলাম,ইউপি সদস্য গন, শ্রীফলতলী ইউনিয়নের গ্রাম আদালত সহকারি তারমিন আক্তার প্রমুখ। এসময় বক্ত্যরা গ্রাম আদালতের সুবিধা সমূহ আলোচনা করেন, ফৌজদারি মামলা ফি-১০টাকা,দেওয়ানী ফি-২০টাকার মাধ্যমে ৭৫ হাজার টাকা পযর্ন্ত ছোট খাটো বিরোধ দ্রুত অল্পসময় স¦ল্পখরচে নিষপত্তি হয় এবং গ্রাম আদালতের মামলায় কোনো আইনজীবির দরকার হয় না। এখানে আপনি নিজেই প্রতিনিধি মনোয়ন করতে পারেন যারা বিচারিক কাজে অংশগ্রহন করবেন।  

 নগর-মহানগর থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ