শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছে দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমীর হোসেন আমুকে। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, ১৪ দলের শীর্ষ নেতাদের মতামত নিয়ে আমীর হোসেন আমুকে নতুন এই দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, আমীর হোসেন আমু দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়। করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে পরীক্ষায় তার দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এরপর ৫ জুন সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।টানা নয় দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে ১৩ জুন মৃত ঘোষণা করা হয়। অবশ্য শেষ দিকে তার করোনা নেগেটিভ আসে।

 জাতীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ