শনিবার , ২০ এপ্রিল ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের পৃধক অভিযানে একটি ক্লিনিক সিলগালা করে হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়। একটি ক্লিনিককে ৫ হাজার টাকা অর্থদন্ড ও প্লাস্টিক ব্যাগ ব্যবহার কারায় ৩ টি মুদি দোকানকে মোট ১২ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। 
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেহেনা আকতার জানান, ভুয়া ডাক্তার দিয়ে সেবা দেয়া, মেয়াদ উত্তীর্ন ঔষধ বিক্রি ও যৌনউত্তেজক ঔষধ রাখার অপরাধে ডা. তারেক মেডিকেল ও ডক্টর’স চেম্বারকে সিলগালা করা হয়েছে। এ সময় হাসপাতালের ব্যবস্থাপককে আটক করা হয়। আটককৃত তামিম (১৯)। সে নোয়াখালী জেলার লক্ষিপুর উপজেলার পাঁচপাড়া গ্রামের মনিরুজ্জামানের ছেলে। একই অভিযানে এর আগে স্বদেশ হাসপাতালকে প্রশিক্ষণ বিহীন নার্স রাখার অপরাধে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতালটিতে ফাতেমা(১৮) নামের একজন নিজেকে নার্স দাবি করলেও তার স্বপক্ষে কোন কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। অপর অভিযানে, ৩ টি মুদি দোকানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা.মঈনুল হক খান, পাট পরিদর্শক (গাজীপুর) ফাইজুল্লাহ্। 

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ