বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

‘ফেসবুক ঘৃণা ছড়িয়ে মুনাফা করছে’: চাকরি ছাড়লেন তরুণ প্রকৌশলী

দেশকাল অনলাইন   বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২০

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে চাকরি ছাড়লেন ২৮ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। দ্য ওয়াল জানায়, অশোক চান্দেওয়ানে নামে ওই তরুণ ১৩০০ শব্দের পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষের কাছে।

এরপর মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি প্রকাশ করেন। তিনি বলেন, ‘ফেসবুক এখন ঘৃণার স্বর্গরাজ্য। কোম্পানিটির এখন উদ্দেশ্যই হয়ে দাঁড়িয়েছে ঘৃণা থেকে মুনাফা করা।’

যুক্তরাষ্ট্র থেকে সারা বিশ্বে কীভাবে ঘৃণা ছড়ানো হচ্ছে তাও ওই চিঠিতে লিখেছেন অশোক। তার কথায়, ‘এক এক জায়গায় এক এক কায়দায় ঘৃণা ছড়ানো হচ্ছে। কোথাও বর্ণবিদ্বেষ, কোথাও লিঙ্গ বিদ্বেষ আবার কোথাও জাতি বা ধর্মীয় বিদ্বেষ।’

যদিও ফেসবুকের অন্যতম মুখপাত্র লিজ বর্জওইস বলেন, ‘আমরা ঘৃণা ছড়িয়ে মুনাফা করি না। বরং প্রতি বছর কোটি কোটি ডলার খরচ করা হয় কীভাবে সমাজকে ঘৃণা, বিদ্বেষ থেকে দূরে রাখা যায়।’

মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে ও যুক্তরাষ্ট্রে কেনেশায় বর্ণবাদী বিক্ষোভের বিরুদ্ধে ফেসবুকের প্রচ্ছন্ন ভূমিকার কথাও উল্লেখ করেছেন অশোক। একই সঙ্গে তার দাবি, বারবার বলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাংঘাতিক একটি পোস্টকে সরানো যায়নি। জুলাই মাসে ট্রাম্প ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, ‘লুট শুরু হলে শুট  শুরু হবে।’

পদত্যাগপত্রে তরুণ প্রকৌশলী লিখেন, সভ্যতার রাস্তার উল্টোদিক দিয়ে হাঁটছে ফেসবুক। নাগরিক অধিকারের প্রশ্নেও ফেসবুক বহু জায়গায় পাঁচিল তুলে দিচ্ছে বলে মনে করেন তিনি।

 তথ্যপ্রযুক্তি থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ