শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

দাউদকান্দিতে ছিনতাইকারীর কবলে পুলিশ

  বুধবার , ২৯ নভেম্বর ২০১৭

দাউদকান্দি, কুমিল্লা সংবাদদাতা ॥
২৭ নভেম্বর ১৭ইং মঙ্গলবার রাত ৯টার দিকে  দাউদকান্দি গৌরীপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান জমাদ্দার (২৯) কে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর নামকস্থানে ছিনতাইকারীরা চাপাটি দিয়ে কুপিয়ে গুরত্বর আহত করে। জানাযায়  সোমবার দাউদকান্দি মডেল থানা থেকে বদলী হয়ে দাউদকান্দি গৌরীপুর পুলিশ ফাঁড়িতে যোগদান করেন কনস্টেবল হাসান জমাদ্দার, মঙ্গলবার কোন ডিউটি না থাকায় গৌরীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আসাদুজ্জামান আসাদ কে বলে রাত ৮টার দিকে মটোর সাইকেল করে গৌরীপুর থেকে দাউদকান্দি বাসার উদ্যোশে রওনা দেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুর নামকস্থানে এসে পৌছালে অপর মটোর সাইকেলে থাকা ৩জন ছিনতাইকারী তার মোটর সাইকেল গতিরোধ করে ছিনতাইকারীরা তার মোটর সাইকেলসহ সাথে থাকা টাকা মোবাইল সেট ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীদের বাঁধা দেওয়ার চেষ্টা করিলে তাকে এলোপাথারি চাপাটি দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে যখম করে। আহত অবস্থায় মহাসড়কের উপরে ফেলে রেখে চলে যায়। এমনসময় চট্টগ্রাম থেকে ঢাকা গামী জিবগাড়ী মালিক বরগুনা ফিলিং স্টেশন লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ আবু সায়েম শাহিন তাকে রাস্তা থেকে তুলে তার নিজের গাড়ীতে করে দাউদকান্দি বাজার ফ্যামিলি হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসার পর গুরত্বর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। উদ্ধারকারী বরগুনা ফিলিং স্টেশন লিঃ এর ম্যানেজিং ডাইরেক্টর আলহাজ আবু সায়েম শাহিন জানান আমি ঢট্টগ্রাম থেকে ঢাকা ফিরছিলাম হঠাৎ দেখি কয়েকজন লোক দস্তাদস্তি করছে প্রথমে ভেবে ছিলাম সড়ক দূর্ঘটনা হয়ত কেউ আহত হয়েছে। কিন্তু কাছে গিয়ে দেখলাম ছিনতাইকারীর কবলে পড়েছে লোকটি তাৎক্ষনিক আমার ড্রাইভারের সহযোগিতায় মানবিক বিবেচনা করে তাকে দ্রুত হাসপাতলে নিয়ে আসি। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ জানান দাউদকান্দি-গৌরীপুর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হাসান জমাদ্দারকে ছিনতাইকারীরা আহত করে রাস্তায় ফেলে যায়। একজনের সহযোগিতায় উদ্ধারের পর আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। 

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ