বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

ঢাকা-৫ আসনে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন, নওগাঁ-৬ আসনে রেজাউল

দেশকাল অনলাইন   সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী হিসেবে ঢাকা-৫ আসনে সালাহউদ্দিন আহমেদ ও নওগাঁ-৬ আসনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলামের নাম ঘোষণা করা হয়।

রবিবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। সাক্ষাৎকার শেষে দলীয় মনোনয়ন বোর্ড ঢাকা-৫ এবং নওগাঁ-৬ শূন্য আসনে ধানের শীর্ষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতার জন্য দুজন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

শনিবার ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে বোর্ডের সদস্যরা দীর্ঘ বৈঠক করেও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি।

ওই দিন পার্লামেন্টারি বোর্ডে সাক্ষাৎকারে অংশ নেওয়ার পর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা রাত দশটা পর্যন্ত গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অপেক্ষা করলেও না জেনেই বাসায় ফিরতে হয় প্রার্থীদের।

 জাতীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ