আশিকুর রহমান শ্রাবণ ভালুকা ময়মনসিংহ ঃ যারা সংস্কৃতিকে লালন করে তাদের দ্বারা মানুষের ক্ষতি সাধন করা সম্ভব না, টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম ভালুকায় সুরভী সাংস্কৃতিক সংস্থা আয়োজিত ২৮ জানুয়ারি রোববার উপজেলা পরিষদ চত্তরে আলোচনা,সাংস্কৃতিক ও নাটকের উদ্বোধন করতে এসে এ কথা বলেন। তিনি আরও বলেন সংস্কৃতি কর্মীরা কখনো অবৈধ অস্ত্র হাতে নেয় না, সমাজ ও রাষ্ট্রের দায়বদ্ধতা নিয়ে কাজ করে তারা,তাই সাংস্কৃতিক কার্যক্রমকে বেগবান করতে হবে এবং নতুন প্রজন্মকে সাংস্কৃতিক চর্চ্চায় উদ্বুদ্ধ করতে হবে । মোশারফ করিম বলেন, আপনাদের ভালবাসা অব্যাহত থাকলে বার বার দেখা হবে ভালুকার মানুষের সাথে । সুরভী সাংস্কৃতিক সংস্থার আহবায়ক এস,এম শাহজাহান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা,ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজীম উদ্দিন আহমেদ ধনু সহ বিভিন্ন সুধীজন বক্তব্য রাখেন।