কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬ নং পশ্চিম জোর কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে নাদিমকে শুক্রবার সকাল ৯ টায় ঘুমন্ত অবস্থায় প্রথমে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা । পারিবারিক সূত্রে জানা যায় নাদিমের সাথে নিজ গ্রামের ইলিয়াস সাহেবের উত্তরসূরী কিছু লোকের সাথে বিরোধিতা ছিল । এরই ধারাবাহিকতায় গত বুধবার ইনফর্মা দেওয়াকে কেন্দ্র করে নাদিমের সাথে তাদের মারামারি হয়।
এতে নাদিমের হাত পা এবং মাথা ফেটে যায় তাই গত দুইদিন নাদিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । আজ সকালে বাড়িতে ফিরে যখন ঘুমাচ্ছিলেন একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নাদিমের উপর এলোপাতারী হামলা করে প্রথমে কুপিয়ে জখম এবং পরে গলাকেটে হত্যা করা হয় ।এই সময় নাদিমের স্ত্রী,মা,ভাই বাধা দিলে ,মায়ের বা-হাতের কব্জি কেটে নেয় এবং স্ত্রী ও ভাইকে মারাত্মক জখম করে ।তাদের অবস্থা গুরুতর ।
সদর দক্ষিন মডেল থানা পুলিশ উপস্থিত হয়ে নাদিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নাদিমের মা,স্ত্রী,ভাই বর্তমানে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন শুক্রবার সকাল ৯টায় নূরুল হক ও নূরুলহকের ছেলে এরশাদ (৩৩) খোকা (৩৮)ফারুক (২৮) বেলাল (৩৫)রুবেল (২৬) এবং রিপন(৩৫) মান্না (৩৫)হান্না বোবা ,আলআমিন (২৫)আলাউদ্দিন (২০)সুজন (৪০)ওয়াসিম (২৫) এবং আরও ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নাদিমের উপর হামলা করে ।মৃত্যুসজ্জায় নাদিমের আকুতি ছিল আমাকে একেবারে মারিস না আমি তোমাদের কোন ক্ষতি করব না ।
এলাকাবাসীর মতামতে দুর্বৃত্তরা নাদিমের ছোট্ট মেয়েটাকে আঘাত করে দুইটি মোবাইল ও ঘরবাড়ি ভাগ্চুর করে নগদ ৪লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় । দুর্বৃত্তদের হুমকিতে মৃত্যুর ভয়ে কেউ মুখ খোলে না ।সদর দক্ষিন মডেল থানায় গিয়ে দেখা যায় মান্না নামের এক জন কে আটক করা হয়েছে ।
জুয়েল আহমেদ