শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

তানজিনা পারভিন স্মৃতি :

 লেখক, শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করছেন। পাশাপাশি হামলার ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এ সময় বক্তারা বলেন, জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনায় সুষ্ঠু তদন্তের পাশাপাশি ইন্ধনদাতাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

এদিকে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে সকাল ১০টা কর্মবিরতি পালন করছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। পাশাপাশি ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এছাড়া রাজশাহী ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে চলছে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি।

বিক্ষোভকারীরা জানান, স্যারকে নিরাপত্তা দেয়া হচ্ছে, সেটা আমরা দেখেছি। কিন্তু নিরাপত্তার মধ্যে স্যারের ওপর হামলা হয়েছে। তাহলে এই নিরাপত্তা দিয়ে কী লাভ হবে।

এদিকে শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাতে বহিরাগতরা প্রবেশ করতে না পারে। সেইটাও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে নিশ্চিত করতে হবে।

সূত্র : সময় টিভি


 নগর-মহানগর থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ