শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

শিক্ষা ডেস্ক:
গতকাল শুক্রবার বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কো.চেয়্যারম্যান মোঃ আব্দুল বাকী এর সভাপতিত্বে বৃত্তি পরীক্ষা ২০১৭ এর ফলাফল প্রকাশিত হয়। এসোসিয়েশনের সম্মানিত শিক্ষা সম্পাদক মোঃ ফারুক হোসেন বৃত্তি পরীক্ষা ২০১৭ এর ফলাফল ঘোষণা করেন। পরীক্ষা নিয়ন্ত্রক ওয়াদুদুর রহমান পান্না, মহাসচিব মনোয়ারা ভূঞা, যুগ্ম মহাসচিব মোঃ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল আলীম, আইন বিয়ষক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও অন্যান্য আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২০১৭ শিক্ষাবর্ষে বাংলাদেশে ৭৫টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪০,৪৫০ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করে তার মধ্যে ৪,৮০৬ জন ছাত্র/ছাত্রী বৃত্তিপ্রাপ্ত হয়। মেধাতালিকায় ১৩৫ জন ট্যালেন্টপুলে ৭৮৫ জন, সাধারণ গ্রেডে ১,১৭০ জন, বিশেষ গ্রেডে ২,৭২১ জন বৃত্তিপ্রাপ্ত হয়। নিম্নে মেধাতালিকার রোলগুলো দেওয়া হল।
প্রথম শ্রেণি
মেধা তালিকায় প্রথমঃ খুলনা কেন্দ্রে রোল - ২০৪০, ২০৮৩, পটুয়াখালী কেন্দ্রে রোল - ০৪৮, ০৫৪, ০৬৬, ১০৪, ১০৮, ১১৬, ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ১৮৩, ১৮৫, ১৮৯, ১৯০, ১৯২, ১৯৩, ১৯৫, ২০৮, ২৩৪, ২৩৫, ২৩৭, ২৪০, বালুবাজার কেন্দ্রে রোল - ৪৮৯, চুয়াডাঙ্গা কেন্দ্রে রোল - ১৬৯৭, ১৬৯৯, ১৭১০, ১৭২০, ঝিনাইদহ কেন্দ্রে রোল - ৩৯৬৩, মুগদা কেন্দ্রে রোল - ৫৪১২, রায়পুরা কেন্দ্রে রোল – ৪৮১৬, (২৯৯) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। 
মেধা তালিকায় দ্বিতীয়ঃ  খুলনা কেন্দ্রে রোল - ২০৪৩, ২০৫৪, ২০৫৬, ২০৭৩, ২১৪৮, ২২০৭, ২২৯৮, ২২৯৯, ২৩০০, ২৩৯৫, পটুয়াখালী কেন্দ্রে রোল - ০৬২, ১০৭, ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ১৮৪, ১৮৬, ১৯৯, ২০১, ২৩৮, বগুড়া কেন্দ্রে রোল - ৩৫৭, বালুবাজার কেন্দ্রে রোল - ৪৭৭, ৪৮০, বাগেরহাট কেন্দ্রে রোল - ৬৬৪, মেহেরপুর কেন্দ্রে রোল - ৮৩২, ৮৩৫, কুষ্টিয়া কেন্দ্রে রোল - ৩৮০৫,  ঝিনাইদহ কেন্দ্রে রোল - ৪০৯৫, তানোর কেন্দ্রে রোল - ৪৬৬৪, উত্তরা কেন্দ্রে রোল - ৪৮৫২, (২৯৮) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। 
মেধা তালিকায় তৃতীয়ঃ  খুলনা কেন্দ্রে রোল - ২০২২, ২০২৪, ২০৭১, ২০৭৭, ২০৯৮, ২১০১, ২১১৯, ২১৩২, ২১৩৩, ২২৮০, ২৪০৮, ২৪০৯, ২৪৩৯, পটুয়াখালী কেন্দ্রে রোল - ০৪৩, ০৪৫, ০৬৪, ০৬৫, ০৬৮, ০৭২, ০৭৩, ০৭৪, ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ১৮৮, ১৯৮, ২৪১, বালুবাজার কেন্দ্রে রোল - ৪৭৮, ৪৭৯, ৪৮২, ৪৯০, মেহেরপুর কেন্দ্রে রোল - ১১০৮, চুয়াডাঙ্গা কেন্দ্রে রোল - ১৬৯৬, ১৭১২, ১৭২১, নোয়াখালী সদর (ক) কেন্দ্রে রোল - ২৭৬৩, নোয়াখালী সদর (খ) কেন্দ্রে রোল - ২৮৫৯, কুষ্টিয়া কেন্দ্রে রোল - ৫৪৫৮, ঝিনাইদহ কেন্দ্রে রোল - ৩৮৬৯, ৪০০২, ৪০৩৩, ৪০৯৭, ৪১৪৯, কেরানীগঞ্জ কেন্দ্রে রোল - ৫০৬২, পাকুন্দিয়া কেন্দ্রে রোল - ৫৩১১, মুগদা কেন্দ্রে রোল - ৫৪২৪, তানোর কেন্দ্রে রোল - ৪৬৬৬, ৪৬৭০, (২৯৭) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।
দ্বিতীয় শ্রেণি
বালুবাজার কেন্দ্রে রোল - ৮৩১৪, ৮৩১৮, ৮৩২২, ৮৩২৪, ৮৩২৬, মেহেরপুর কেন্দ্রে রোল - ৮৬৩৮, ৮৬৪০, ৮৭৭৮, (২৯৫) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। ঠাকুরগাও কেন্দ্রে রোল - ৮১২২, বালুবাজার কেন্দ্রে রোল - ৮২৯৩, ৮৩১৫, ৮৩১৯, (২৯৪) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। বগুড়া কেন্দ্রে রোল - ৮১৯৩, বালুবাজার কেন্দ্রে রোল – ৮৩২৩, কুষ্টিয়া কেন্দ্রে রোল - ১০৬৮৮, (২৯৩) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।

তৃতীয় শ্রেণি 
বগুড়া কেন্দ্রে রোল - ১৩১৬৩, (২৯৩) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। বগুড়া কেন্দ্রে রোল - ১৩১৬৪, ১৩১৬৫, ১৩১৬৭, (২৯২) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। বগুড়া কেন্দ্রে রোল - ১৩১৬৬ (২৮৮) নম্বর পেয়ে সম্মিলিত ভাবে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।
চতুর্থ শ্রেণি
 ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ১৬০৬৯, বগুড়া কেন্দ্রে রোল - ১৬১৩৫, ১৬১৩৯, (২৯৩) নম্বর পেয়ে যৌথ ভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। বগুড়া কেন্দ্রে রোল - ১৬১৩৬, (২৯২) নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করে। ঠাকুরগাঁও কেন্দ্রে রোল - ১৬০৫৮ (২৮৯) নম্বর পেয়ে মেধাতালিকায় তৃতীয় স্থান অধিকার করে।
পঞ্চম শ্রেণি
হাটবোয়ালিয়া কেন্দ্রে রোল - ২০৮৫৭, কুষ্টিয়া কেন্দ্রে রোল - ২২৩৯০, (২৯৩) নম্বর পেয়ে যৌথভাবে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করে। ঝিনাইদহ কেন্দ্রে রোল - ২১৫৭০, ২১৫৭৬ (২৮৮) নম্বর পেয়ে যৌথ ভাবে মেধাতালিকায় তৃতীয় অধিকার করে।

 শিক্ষাঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ