শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

নায়িকা হিসেবে কেমন দেখাবে

  শনিবার , ০২ জুন e ২০১৮


ঢাকার মেয়ে বুশরা শাহরিয়ারের ছবিতে কলকাতার এসকে মুভিজের লোগো! ফেসবুকে ছবিগুলো দেখে অনেকে অভিনন্দন জানাতে শুরু করেন তাঁকে। কেউ কেউ ধরেই নেন, বুশরা সিনেমায় কাজ করতে যাচ্ছেন। অথচ গত বছরের অক্টোবরে প্রথম আলোকে বুশরা বলেছিলেন, পিএইচডি শেষ না করে চলচ্চিত্রে অভিনয় করবেন না তিনি।
বুশরা জানিয়েছেন, ছবিগুলোর পেছনে কঠিন কোনো রহস্য নেই। এসকে মুভিজের কর্মকর্তাদের ইচ্ছায় পরীক্ষামূলক একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। প্রতিষ্ঠানটির জানার বিষয় ছিল, নায়িকা হিসেবে তাঁকে কেমন দেখাবে। বুশরা জানান, একটি চলচ্চিত্রের গল্পও শোনানো হয় তাঁকে। কিন্তু কাজটি করতে রাজি হননি তিনি। বুশরা বলেন, ‘বাণিজ্যিক ছবি করতে চাই না। অফ ট্র্যাকের কিছু হলে রাজি আছি। ফটোশুটের পর আমাকে একটি গল্প শোনানো হয়। আলাপ হয় অশোক ধানুকা ও হিমাংশু ধানুকা স্যারের সঙ্গেও। তাঁদের সঙ্গে পরিচয় হয়েছিল ‘তোমার আমার গল্প’ গানটির মিউজিক ভিডিও করার সময়। সেখানে নায়ক ছিলেন ওম, যে কি না এসকে মুভিজের নিজস্ব অভিনেতা। একজন নায়কের সঙ্গে রোমান্টিক দৃশ্যে কাজ করতে দেখে তাঁদের ধারণা হয়েছে, আমি নায়িকা হতে পারব।’
কোন শর্তে সিনেমা করবেন জানতে চাইলে বুশরা বলেন, ‘নায়িকা হওয়া আমার পক্ষে কঠিন। আমার চৌদ্দগুষ্টিতে কেউ নাটকও করেনি। তা ছাড়া আমার ব্যাকগ্রাউন্ড অদ্ভুত। আমি পড়ালেখায় ভালো, প্রকৌশলবিদ্যায় পড়ছি। মা-বাবার অনুমতি ছাড়া ছবি করব না। গল্প ভালো হলে মা-বাবাকে রাজি করানোর চেষ্টা করব।’ তিনি বলেন, ‘সবার জীবনে “আয়নাবাজি”র মতো গল্প আসে না। তবে ভালো গল্প হলেই আমার চলবে, যেমন মুক্তিযুদ্ধের গল্প। এত দিন যে কাজগুলো করেছি, তার সবই দেশ নিয়ে। মোট কথা, আমার মানসিকতা ও ঘরানার সঙ্গে যদি মানানসই হয়, তবেই আমি সিনেমা করব। সেটা তাঁদের জানিয়েছি। তাঁরা হয়তো আমার বাস্তবতা বুঝেছেন।’
স্থাপত্যবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি নিতে বর্তমানে দিল্লির উত্তরাখন্ডের রোরকি আইআইটিতে পড়ছেন কণ্ঠশিল্পী বুশরা শাহরিয়ার। ‘বাংলাদেশ’ সিরিজের গান নিয়ে মিউজিক ভিডিও ‘বিজয়ের বাংলাদেশ’, ‘ভালোবাসার বাংলাদেশ’, ‘উৎসবের বাংলাদেশ’ শিরোনামে বেশ কিছু গান ও মিউজিক ভিডিও করে অনেকের নজর কাড়েন তিনি। বুশরা জানান, ছবি করতে দেরি হবে। অন্তত এ বছর হচ্ছে না। তবে এটা মোটামুটি নিশ্চিত যে, যৌথ প্রযোজনার ছবি দিয়ে শুরু হবে তাঁর চলচ্চিত্র যাত্রা।

 বিনোদন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ