শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

র‌কি আহ‌মেদ : শরীয়তপুরের নড়িয়ার মশুরা একটি বসত বাড়ির ভিতরে থেকে অনুমতি বিহিন বিপুল পরিমান সয়াবিন তৈল জব্দ করেছে ভ্রাম্মমান আদালত।নড়িয়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানায়, চট্রগ্রামের সৌরভ এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের বিদেশ থেকে আমদানিকৃত সয়াবিন তৈল বিএসটিআই এর অনুমোদন ছারাই বাজারজাত করনের জন্য শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরা গ্রামের সাধন ভিলা নামে একটি বাড়িতে মজুত করে বাজারজাত করে আসছিল। বৃহস্প্রতিবার দুপুরে তৈল গুলো জব্দ করে গুদামে সিলগালা করেন ভ্রাম্মমান আদালত। এর সাথে জরিত থাকার অপরাধে বাড়ির মালিক হরিসাধন মন্ডল (৬৫) ও তারকর্মচারি কাজল হাওলাদার (৪৭) নামে দুইজনকে আটক করেছে। বিএসটিআই এর অনুমোদন ছারাই ওই তৈল বাজার জাত করা শুরু করে ছিল তারা। উলেখ-বৃহস্প্রতিবার সকালে ওই মজুদ তৈলের গুদামে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। বেলা ১১টার দিকে অস্নী কান্ডের ঘটনা স্থল পরিদর্শনে আসেন আব্দুল্লাহ আলমামুন। পরিদর্শনের এসে জানতে পারেন বিএসটিআইএর অনুমোদন ছাড়াই বিদেশ থেকে আমদানি করা সয়াবিন তৈল মজুদ করে বাজারজাত করে আসছিলেন তারা।

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ