শনিবার , ২০ এপ্রিল ২০২৪

মুকসুদপুরে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানবন্ধন

  শনিবার , ১৯ আগষ্ট ২০১৭

শনিবার সকালে বাওড়ের পাশে উপজেলার কদমপুর গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে

গোপালগঞ্জের মুকসুদপুরে বাওড় থেকে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে বাওড়ের পাশে উপজেলার কদমপুর গ্রামের ঢাকা-খুলনা মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করে বাওড় সংলগ্ন বসবাসকারী জমির মালিকরা। এ সময় বক্তব্য রাখেন, পৌরসভার কাউন্সিলর নিয়মত খান, সাবেক ইউপি সদস্য বিমল সাহা, জমির মালিক আব্বাস মুন্সী, মনজুর খন্দকার, মনু মিয়া ও নিজাম ফকির প্রমূখ। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বাওড় থেকে বালু উত্তোলনের কারনে  বাওড় সংলগ্ন ঘরবাড়ি এবং জমিজমা এক সময় ভেঙ্গে যাবে। বাওড়ে চলাচল করা যাবে না । তারা এ অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।  উলে¬খ্য কিছু দিন ধরে এক শ্রেনী প্রভাবশালী মহল মুকসুদপুর বাওড় থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে বিষয়টি নিয়ে জেলা প্রসাশক বরাবর অভিযোগ দায়ের করেছেন বলে জানায় স্থানীয় ভূক্তভোগীরা ।

 নগর-মহানগর থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ