রনজিৎ দাস, রংপুর ॥
রংপুর মহানগরীর মুন্সিপাড়ার মরিয়ম নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ভবনের ছাদ ধ্বসে প্রায় ১০ শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় ৪ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জেসমিন আক্তার, শাহানা আক্তার, স্নেহা খাতুন, বেলী আক্তার। আহতরা সকলেই বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুর ১২ দিকে অর্ধবার্ষিক পরীক্ষার শারিরিক শিক্ষা পরীক্ষা চলাকালীন এ দুর্ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব ও পুলিশ সুপার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা যায়, বেলা সাড়ে বারোটার দিকে অর্ধবার্ষিক পরীক্ষার শারিরিক শিক্ষা পরীক্ষা চলছিলো। পরীক্ষা শেষের দিকে হঠাৎ করে ছাদের একটি অংশ ধ্বসে পড়ে। এতে প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে ৪ জনকে গুরুত্বর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রংপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামসুজ্জোহা জানান, বিদ্যালয়টির ভবনের ছাদের রডের টেম্পার নস্ট হয়ে যাওয়ার পরেও সেখানে সিমেন্ট দিয়ে মেরামত করা হয়েছিল। যার ফলে ছাদের প্রায় ৮০-১০০ বর্গফুট আয়তনের একটি অংশ ধ্বসে পরে।