শনিবার , ২০ এপ্রিল ২০২৪

এম এ রহিম,বেনাপোল:
ভারত বাংলাদেশ দু'দেশের মধ্যে সোহার্দ সম্পৃতি বৃদ্ধি সহ শারদীয় দূর্গাউৎসবের শুভেচ্ছা বিনিময়ে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর পক্ষে ভারতের পেট্টাপোল বন্দর,কাষ্টম,বিএসএফ ও ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্টানিকভাবে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বেনাপোল বন্দর কর্তৃপক্ষ।
 রবিবার দুুপুরে ভারতের পেট্টাপোল কাষ্টমসের ডেপুটি কমিশনার রামেশর মিনা ও বিএসএফ কমান্ডারসহ ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে মিষ্টি ও ফুল হস্তান্তর করেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক আমিনুল ইসলাম,এসময় উপস্তিত ছিলেন,সিবিআই নেতা জাবেদী বিল্লাহ,মনির হোসেন,সাংবাদিক এম এ রহিম,আজিজুল হক,আবুল হোসেন, প্রমুখ।
দু েেদশর বন্ধর ব্যাবহারকারীদের মধ্যে এসময় একে অপরকে দূর্গাপূজার শুভেচ্ছা জানান হয়। পরে কালিতলা পার্ক ঘুরে দেখেন তারা। ভারতের অংশে প্রায় ২০টি পার্কে ২হাজার পন্যবাহি ট্রাক বেনাপোলে প্রবেশের অপেক্ষায় আছে বলে জানান বন্দর পরিচালক আমিনুল ইসলাম।
 

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ