শুক্রবার , ২৬ এপ্রিল ২০২৪

টিউমার অ্যাবলেশন সেন্টারের কার্যক্রম শুরু

  রবিবার , ১০ ফেব্রুয়ারী ২০১৯

ডেস্ক রিপোর্ট: গত ৭ জানুয়ারী প্রথমবারের মতো টিউমার অ্যাবলেশন সেন্টার উদ্ভোধন করেন দি থাইরয়েড সেন্টার লিঃ” এর চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক ডাঃ এ.কে.এম. ফজলুল বারী। তিনি তাঁর বক্তৃতায় বলেন, প্রথম বারের মত শুরু হতে যাওয়া “টিউমার অ্যাবলেশন সেন্টার” এ আল্ট্রাসনোগ্রাম গাইডেড রেডিও ফ্রিকোয়েন্সি, মাইক্রোওয়েভ এর মাধ্যমে শরীরের বিভিন্ন জায়গার টিউমার, ক্যান্সার অপসারণ করা হবে। যার কোন বড় ধরনের পাশর্^প্রতিক্রিয়া নেই, খরচও কম হবে। থাইরয়েড গ্রন্থিতে গয়টার, টিউমার বা ক্যান্সার, লিভার টিউমার বা ক্যান্সার, পায়ে বা হাতে রক্তনালী ফুলে যাওয়া এবং কিডনী টিউমার বা ক্যান্সার ও অন্যান্য টিউমারের চিকিৎসা করা হবে। ডাঃ এ.কে.এম ফজলুল বারী, ২০১১ সালে বাংলাদেশে প্রথমবারের মত ক্যান্সার নির্ণয়ৈ আল্ট্রাসনোগ্রাম “ইলাস্টোস্ক্যান” এর প্রবর্তন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ডা; এ.কে.ম ফজলুল বারীর পিতা মো: এ.কে.ম আব্দুল বারী এবং তার মাতা মোসা: মাসুদা বারী। জনাব ফজলুল বারীর পিতা-মাতা তাদের ডাক্টার সন্তানের এইরুপ মহতী কর্মকান্ডের সাফল্য কামনা করেন এবং দেশ ও জনগণের সেবার তাঁর ছেলের উত্তরোত্তর সাফল্যের জন্য দোয়া প্রার্থনা করেন। বিশেষ অতিথির বক্তৃতায় ডা: মাহবুব ইমাম হোসেন বলেন, বাংলাদেশে একমাত্র বেসরকারি থাইরয়েড সেন্টার হিসেবে “দি থাইরয়েড সেন্টার লিঃ” থাইরয়েড চিকিৎসায় অগ্রণী ভুমীকা পালন করে আসছে এবং নতুন চালু হতে যাওয়া এই “টিউমার অ্যাবলেশন সেন্টার” বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থায় এক নতুন দিগন্তের উম্মোচন করবে।


 বিশেষ সংবাদ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ