শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪

চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মাহবুব উজ জামান

দেশকাল অনলাইন   বুধবার , ২১ আগষ্ট ২০১৯

মাহবুব উজ জামান

চীনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মাহবুব উজ জামানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব হিসাবে (এশিয়া ও প্যাসিফিক) দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মাহবুব উজ জামান ১৯৮৫ সালে (বিসিএস) পররাষ্ট্র  ক্যাডার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। ৩০ বছরেরও বেশি সময় ধরে কূটনীতিক জীবনে জামান এর আগে সিঙ্গাপুর ও শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি জেনেভা, নিউইয়র্কের বাংলাদেশ স্থায়ী মিশনের পাশাপাশি টোকিও, অটোয়া এবং নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনেও  কাজ করেছেন।  মাহবুব উজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বেলজিয়াম থেকে ফরাসি ভাষা এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর একটি ডিপ্লোমাও অর্জন করেছেন।

 সারাবাংলা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ