শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

হ্যাজার্ডের অভিষেকে জয়ে ফিরল রিয়াল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা   রবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯

ছবি: টুইটার

আন্তর্জাতিক বিরতি শেষে আবার ইউরোপিয়ান ক্লাব ফুটবলের লড়াই শুরু। বিরতি থেকে ফিরে মৌসুম শুরুর হতাশা কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিনেদিন জিদানের দল ৩-২ গোলে হারিয়েছে লেভান্তেকে।

করিম বেনজেমা করেন জোড়া গোল। এ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচে রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। অবশ্য পুরো ৯০ মিনিটে খেলেননি। ৬০ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি।

স্বস্তির জয় পেলেও তা সহজে আসেনি রিয়ালের। বেনজেমা ২৫ ও ৩১ এবং কাসেমিরো ৪০ মিনিটে গোল করে রিয়ালকে প্রথমার্ধেই ৩-০ তে এগিয়ে দেন। কিন্তু বিরতির পর ৪৯ ও ৭৫ মিনিটে গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে যায় তারা। অবশ্য বাজে কিছু হয়নি। লা লিগায় আগের দুই ম্যাচে ড্র করেছিল জিনেদিন জিদানের দল। ঘরের মাঠে নিজেদের চতুর্থ ম্যাচে জয় পেয়েছে তারা। এতে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এলো রিয়াল।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ