শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

মুঈদ হোসেন আরিফ, ফরিদপুর  থেকে:
ফরিদপুরে সরকারী সেবার তথ্য ও সামাজিক সমস্যা প্রতিকারে কল সেন্টার ৩৩৩ নাম্বারে কল করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসন। কল সেন্টার ৩৩৩ এর প্রচারাণা নিয়ে গতকাল বেলা ১১ টায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে এ আহ্বান জানান জেলা প্রশাসক অতুল সরকার। সংবাদ সম্মেলনের শুরুতে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও জনগণের দোর গোড়ায় সেবা নিশ্চিত করার জন্য ২০১৮ সালের ১২ এপ্রিল থেকে দেশে চালু হয়েছে কল সেন্টার ৩৩৩ ও প্রবাসী নাগরিকদের জন্য ০৯৬৬৬৭৮৯৩৩৩। এই নম্বরে কল করে সরকারি সেবা পাওয়ার পদ্ধতি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারিদের সাথে যোগাযোগের তথ্য, পর্যটক আকর্ষণের স্থান সমূহ, বিভিন্ন জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য, ইসলামিক মাসআলা-মাসায়েল, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, আবাহাওয়া তথ্য, মাদক, ইভটিজিং সংক্রান্ত, নিরাপদ অভিবাসন তথ্য ও অভিভাবনে প্রতারণার শিকার হলে অভিযোগ জানানো যাবে। এছাড়া ৩৩৩ এর  SMS, Push-Pull SMS IUSSD  প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রদান ও যাচাই করার সেবা চালু রয়েছে বলে জেলা প্রশাসক জানান। জেলা প্রশাসক আরও বলেন, তথ্য জানার পাশাপাশি বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকারে নাগরিকগণ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণকে অবহিত করতে পারছেন। জেলা প্রশাসক বলেন, জনগণ এ বিষয়টি সঠিক ভাবে জানতে না পারায় এ সেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এক পরিসংখ্যান দিয়ে জেলা প্রশাসক বলেন, গত আড়াই মাস তিনি ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে কর্মরত রয়েছেন, এ সময়কালে তিনি ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে মাত্র ১০টি অভিযোগ পেয়েছেন। এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক অতুল সরকার বলেন, যারা কোন সামাজিক সমস্যার বিষয়ে আলোকপাত করবেন তাদের পরিচিত তাদের কাছে লিপিবদ্ধ থাকলেও তা যেন প্রকাশ না পায় সে দিকে নজর দেওয়া হবে। ৩৩৩ কল সেন্টার ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ফরিদপুরে নানাবিধ আর্থ সামাজিক সমস্যার বিষয়েও মতামত ব্যক্ত করেন জেলা প্রশাসক। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে জেলা প্রশাসক ‘পূজার সাথে যায় না এমন সংগীত পরিবেশনে নিষেধ করতে সকলের প্রতি আহ্বান জানান এবং পূজায় মদ সেবন করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জেলা প্রশাসক জানান। ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকের পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


 নগর-মহানগর থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ