শনিবার , ২০ এপ্রিল ২০২৪

বিএনপি নেতা হাফিজকে সাত দিনের রিমান্ডে চায় পুলিশ

দেশকাল অনলাইন   রবিবার , ১৩ অক্টোবর ২০১৯

হাফিজ উদ্দিন আহমেদ (ফাইল ছবি)

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নিতে চায় পুলিশ। হেফাজতের নেওয়ার জন্য রোববার সকালে তাকে আদালতে তোলা হয়েছে বলে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মাবুদ জানিয়েছেন।

তিনি বলেন, সাতদিনের রিমান্ড চেয়ে হাফিজউদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। একই মামলায় গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত কর্নেল মুহাম্মদ ইসহাক মিয়ানকে শনিবার সাতদিনের রিমান্ড দিয়েছে আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২০১৮ এর ২৭/৩১/৩৫ ধারায় পল্লবী থানায় র‌্যাবের দায়ের করা মামলায় এ দুজনকে শনিবারই গ্রেপ্তার করা হয়। তারা ই-মেইলে বিভিন্ন সরকারি সংস্থার ভূমিকা সম্পর্কে মিথ্যা, বিভ্রান্তিকর, বানোয়াট ও উদ্দেশ্যমূলক কথা-বার্তা আদান-প্রদান করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

সাবেক সেনা কর্মকর্তা হাফিজউদ্দিন সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় বিএনপির ‘সংস্কারপন্থি’ অংশের মহাসচিব ছিলেন। এর আগে তিনি বিএনপি-জামায়াত জোট সরকারের পানি সম্পদমন্ত্রী ছিলেন।

 জাতীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ