শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

পিছিয়ে গেল বিপিএল

  মঙ্গলবার , ১০ অক্টোবর ২০১৭

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর। দক্ষিণ আফ্রিকা থেকে মাশরাফিরা ফিরলেই এর উন্মাদনায় মেতে উঠবে গোটা দেশ। এরই মধ্যে পেছানো হলো ঘরোয়া ক্রিকেটের এ মহারণ শুরুর দিনক্ষণ। তবে বেশিদিন নয়, মাত্র একদিন। ৩ নভেম্বরের পরিবর্তে আসছে ৪ নভেম্বর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট এ আসর।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের সূচি অনুযায়ী আসছে ৩ নভেম্বর টুর্নামেন্ট শুরুর কথা ছিল। তবে তা একদিন পিছিয়ে ৪ নভেম্বর করা হয়েছে। সূচিতে পরিবর্তন আনা হলেও সিলেটেই হবে এবারের আসরের উদ্বোধনী ম্যাচ। প্রথম দিন সুরমা সিক্সার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুরে হবে প্রতিযোগিতার ফাইনাল।এ নিয়ে প্রথমবারের মতো সিলেটে বিপিএলের ম্যাচ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। এর আগে শুধু ঢাকা ও চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।সিলেট যুক্ত হওয়ায় এবারের বিপিএল টুর্নামেন্ট হবে দেশের তিনটি ভেন্যুতে। বাকি ভেন্যু দু’টি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম।বিপিএল মাঠে গড়ানোর তারিখ অদলবদল হলেও ম্যাচের সময়সূচিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। ঢাকা পর্বে একদিনের বিরতি কমানো হয়েছে। আগের সূচিতে ১৫ ও ১৬ নভেম্বর কোনো ম্যাচ ছিল না। নতুন সূচিতে কেবল ১৬ নভেম্বরেই বিশ্রাম রাখা হয়েছে।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ