বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

ক্রমাগত নারী মাদকাসক্তের সংখ্যা বৃদ্ধি

  বুধবার , ১৮ অক্টোবর ২০১৭

এক সময় ছেলেদের বন্ধু ছিল ছেলেরা। ছেলেদের মেয়ে বন্ধু অথবা মেয়েদের ছেলে বন্ধুর সংখ্যা ছিল খুবই কম। আস্তে আস্তে ছেলে এবং মেয়েদের বন্ধুত্বটা ক্রমান্বয়ে বৃদ্ধি পেলেও তাদের মধ্যে সবসময় একটা দূরত্ব থাকত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন ছেলে এবং মেয়েদের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছে। একজন আরেক-জনকে তুই বলে সম্বোধন করাটাও স¦াভাবিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। ফলে তারা একসঙ্গে বসে শিসা, গাজা, ইয়াবা সেবন থেকে শুরু করে সবই করছে নিসংকোচে। এই জিনিসগুলোর অনুভূতি ছেলে এবং মেয়েদের মধ্যে একই রকম। মেয়েদের ব্যপারটা দিন দিন বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে, মেয়েদের স্ট্র্যাকচার, হরমোনাল ব্যাপারগুলোই এরকম যে, তাদের শরীরে সহজেই অ্যাডিকশনটা অ্যাডপ্ট করে নেয়। ছেলেরা যত শিগগিরই না অ্যাডিক্টেড হয়, মেয়েরা তার চেয়ে দ্রুত অ্যাডিক্টেড হয়ে পরে। যে কারণে, তারা একবার বা দুইবার সেবন করার পরই মাদকটির চাহিদা অনুভব করতে থাকে এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা অ্যাডিক্টেড হয়ে পড়ে। এটা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হয়, তাছাড়া যারা চাকরিজীবী তারা কাজের প্রেসারে ওভার-লোডেড হয়ে তারা ডিপ্রেশন এ ভোগে। এসব কারণেও নারীরা মাদকাসক্ত হচ্ছে। তবে এই ক্ষেত্রে অ্যাডিকশনটা আবার একটু ভিন্নভাবে হয়। যেমন: মিসইউজড ওফ ড্রাগ। অনেক সময় না বুঝে, না জেনেও হয়ত টেনশন বা ব্যাথার জন্যে বা ছোট বাচ্চা থাকার দরুণ রাত জাগা সমস্যার জন্যে, যে ঔষধগুলো তারা নিচ্ছে নিজের অজান্তেই ড্রাগসগুলোর উপর তারা নির্ভরশীল হয়ে পড়ছে। তাদের শরীরে সহজেই অ্যাডিকশনটা অ্যাডপ্ট করার ক্ষমতার কারণে। যেজন্যে মেয়েদের ক্ষেত্রে কখনো কখনো বোঝে বা না বোঝে ড্রাগের মিস-ইউজড এর কারণে তাদের অ্যাডিকশন হয়ে যাচ্ছে। এই সব কারণেই ছেলেদের পাশাপাশি নারী মাদকাসক্তের রেশিওটা পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে।

 মুখোমুখি থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ