বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪

দুবাই থেকে আসা যাত্রীর কাছে মিলল ২০ স্বর্ণের বার

চট্টগ্রাম ব্যুরো   রবিবার , ০৮ ডিসেম্বর ২০১৯

শাহ আমানত বিমানবন্দর ফাইল ছবি

চট্টগ্রামশাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়েছে। এসময় ওই যাত্রীকেও আটক করা হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকাল৮ টা ৫০ মিনিটে রাষ্ট্রীয় একটি গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযানচালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করে। আটক মোহাম্মদ ওহিদুল আলমের বাড়ি হাটহাজারী উপজেলারচারিয়া গ্রামে।

বিমানবন্দরে দায়িত্বরতচট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম সারাবাংলাকে জানান, দুবাই থেকে বাংলাদেশবিমানের ফ্লাইটটি (বিজি-১৪৮) সকালে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা সংস্থারসদস্যরা যাত্রীদের তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে ওহিদুলের কাছে ২০টি স্বর্ণেরবার ও কিছু বিদেশি সিগারেট পাওয়া যায়।

জব্দ স্বর্ণের বারের ওজন২ কেজি ৩৪০ গ্রাম এবং আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারিয়াদুল। ওহিদুল আলমের কাছ থেকে জব্দ সিগারেট গণনা চলছে বলেও জানিয়েছে কাস্টমস।

 উপসম্পাদকীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ