বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

নবনির্বাচিত কাউন্সিলর শাখাওয়াত গ্রেপ্তার

দেশকাল অনলাইন   মঙ্গলবার , ০৪ ফেব্রুয়ারী ২০২০

পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া এক মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে সদ্য নির্বাচিত কাউন্সিলর মো. শাখাওয়াত হোসেন।

সোমবার রাতে খিলগাঁও এলাকা থেকে এই কাউন্সিলরের সঙ্গে তার ছেলে, ভাতিজাসহ আরও সাতজনকে গ্রেপ্তার করা হয় বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে রেডিও প্রতীক নিয়ে ভোট করে উত্তরের ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থক শাখাওয়াত হোসেন।

খিলগাঁওয়ের ওসি মশিউর রহমান বলেন, “সোমবার রাত সাড়ে আটটার দিকে খিলগাঁও পল্লীমা ক্লাবের সামনে পুলিশের বিশেষ শাখার এসআই আব্দুল মজিদের সঙ্গে কাউন্সিলর ও তার লোকজনের গণ্ডগোল হয়।

“পরে ওই এসআই কর্তব্য কাজে বাধা ও হামলার অভিযোগে শাখাওয়াত হোসেনসহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও কয়েকজনের নামে থানায় মামলা করেন।” ওসি বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। তবে কোনো রিমান্ড চাওয়া হয়নি।

 জাতীয় থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ