শুক্রবার , ২৯ মার্চ ২০২৪

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩০ বাংলাদেশি

দেশকাল অনলাইন   বুধবার , ০১ এপ্রিল ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মানবজমিনের ফটো সাংবাদিক হাই স্বপনসহ মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন অন্তত ৩০ বাংলাদেশি। এসব বাংলাদেশির বেশিরভাগই বাস করতেন নিউ ইয়র্ক শহরে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় নিউজ, আরটিভি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আরটিভি জানায়, গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কে মারা গেছেন সাংবাদিক হাই স্বপনসহ ৭ বাংলাদেশি।

করোনাভাইরাসের তথ্য আপডেটের ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার গতরাতে জানায়, এখন পর্যন্ত নিউ ইয়র্কে করোনাভাইরাস আক্রান্ত হয়ে ভুগছেন ৬১,৬৭৪ জন। মারা গেছেন ১,৩৪২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৬৭,৩২৫ জন।

সাংবাদিক স্বপনের বড় ভাই মো. আব্দুল মতিন নিউ ইয়র্ক থেকে জানান, "সোমবার (৩০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিটে স্বপন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমার ভাই দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।"

তিনি আরও বলেন, "তবে করোনাভাইরাস সংক্রমণ নাকি অন্য শারীরিক জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে, চিকিৎসকরা তা এখনও নিশ্চিত করেননি।" এদিকে, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট মঙ্গলবার জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে ৫১ জন করোনাভাইরাস আক্রান্ত বলে শনাক্ত করা গেছে।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বুধবার (১ এপ্রিল) পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ১৫১ জনে। বাংলাদেশে মারা গেছেন ৫ জন।

 আন্তর্জাতিক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ