আমি কেমন করে বলি
ভালোবাসি,ভালোবাসি
বিপন্ন , বিভ্রান্ত বিবেক
বহুরূপী সমাজে চলছে
প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ
উল্টোপথে এখন স্বদেশ ।।
তস্করের লোলুপ দৃষ্টি
বিশ্বাসের ভল্টে রাখা
সোনা দানা,টাকা পয়সা ..
সবই তো নিঃশেষ । ।
অনন্তর বেঁচে আছি
অসীমের কথা ভেবে
অদম্য ইচ্ছাশক্তি নিয়ে
বিধাতার কৃপায় অশেষ ।