বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

লিটারে সয়াবিন তেলের দাম বাড়ল ৭ টাকা

দেশকাল অনলাইন   মঙ্গলবার , ১৯ অক্টোবর ২০২১

লিটারে সয়াবিন তেলের দাম ৭ টাকা বেড়েছে। বুধবার থেকে ১৬০ টাকা দরে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে। মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম শফিকুজ্জামান বলেন, ‘আগামীকাল থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে।’

এর আগে রোববার প্রতি লিটার ভোজ্যতেলের দাম ৭ টাকা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে ভোজ্যতেল ও চিনির মজুত পরিস্থিতি, আমদানি ও মূল্যনির্ধারণ নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এর সঙ্গে চিনির দাম বাড়ানোর প্রস্তাবও করা হয়।

 অর্থ-বাণিজ্য থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ