কন্যা সন্তানের মা হলেন ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। সোমবার (২০ জুন) তার ভেরিফায়েড ফেসবুকে একটি বার্তা শেয়ার করে এ খবর জানান। সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। মা ও শিশু দুজনই সুস্থ আছে বলেও জানান তিনি।
কণ্ঠশিল্পী পুতুল বলেন, সৈয়দ রেজা আলি আর আমার কন্যাসন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরও অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে।
অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা! সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৪ এপ্রিলের আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলীকে বিয়ে করেন কণ্ঠশিল্পী পুতুল। তার স্বামী অস্ট্রেলিয়ার একটি ব্যাংকে কর্মরত। পাশাপাশি তিনি নিজেও গানের সঙ্গে জড়িত।