জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য(কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার ২ আগস্ট কর অঞ্চলের সম্মেলনকক্ষে আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিংডাইরেক্টর ওমর ফারুক খানের নিকট ক্রেস্ট ও সার্টিফিকেট হস্তান্তর করেন।
কর অঞ্চল-২ এর কমিশনারখাইরুল ইসলাম, বৃহৎকর দাতা ইউনিটের কর কমিশনার ইকবাল হোসেন, ইসলামী ব্যাংকেরএক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আশরাফুল হক, এফসিএ, ভাইস প্রেসিডেন্ট মশিউর রহমান, এফসিএ এবং অর্থমন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠানেরঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দৈনিক দেশকাল /আরএ/ ৩ আগষ্ট ,২০২২