রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩

বাচসাসের নির্বাচন ১ সেপ্টেম্বর

আনন্দলোক ডেস্ক   বৃহস্পতিবার , ০৪ আগষ্ট ২০২২

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) নির্বাচন আগামী ১ সেপ্টেম্বর। দ্বিবার্ষিক মেয়াদে সংগঠনের নির্বাচনটি এফডিসিতে অনুষ্ঠিত হবে। বুধবার (৩ আগস্ট) বাচসাসের কার্যকরী কমিটির নিয়মিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে সংগঠনের সভাপতি ফাল্গুনী হামিদ জানান, গেল ৭ এপ্রিল নির্বাচন কমিশন বোর্ড পুনঃগঠন করা হয়েছিল। পূর্ব গঠিত নির্বাচন কমিশন থেকে কেউ কেউ পদত্যাগ করায় সেটি পুনঃগঠিত হয়। 

সেখানে প্রখ্যাত চলচ্চিত্র সাংবাদিক রফিকুজ্জামানকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন রেজাউল করিম শামীম, ইকবাল খোরশেদ, আলী ইমাম সুমন, মোহাম্মদ জসীম উদ্দিন।


ফাল্গুনী হামিদ আরও বলেন, করোনা মহামারির জন্য সময়মতো আমরা নির্বাচনে যেতে পারিনি। এরপর মামলা বিষয়ক কিছু জটিলতা ছিল। এসব সংকট কাটিয়ে নির্বাচনের দিকে এগিয়েছি। 

অনেক আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল। সেখান থেকে দুজন পদত্যাগ করেছেন। নতুন করে কমিশন বোর্ড তৈরি করা হয়। তাদের তত্ত্বাবধানেই হবে এবারের নির্বাচন। আমরা মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামী ১ সেপ্টেম্বর এফডিসিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাচসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু বলেন, নির্বাচন নিয়ে অনেকেই মুখিয়ে আছেন আগ্রহভরে৷ আমরা আশা করছি সবার অংশগ্রহণে উৎসব মুখর একটি নির্বাচন হবে এবার। দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধি নিষেধ মেনেই বাচসাসের নির্বাচন হবে।


কামরুজ্জামান বাবু আরও জানান, খুব দ্রুতই নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। সে অনুযায়ী নির্দিষ্ট তারিখেই সাংগঠনিক বিধিনিষেধ মেনেই বাচসাসের নির্বাচন হবে।

দৈনিক দেশকাল/এসএইচ/৪ আগস্ট, ২০২২   

 আনন্দলোক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ