বলিউড তারকা সালমান খানকে গ্যাংস্টাররা প্রাণনাশের হুমকি দেওয়ার পর দু:শ্চিন্তায় আছেন রাখী সাওয়ান্ত। তার চিন্তা যেন কিছুতেই কমছে না। তাই দিনরাত প্রার্থনা করছেন সালমানের জন্য। গ্যাংস্টারদের হাত থেকে বাঁচতে নিরাপত্তা আরও জোরদার করেছেন সালমান খান। বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি ও পিস্তল ব্যবহার করছেন তিনি।
গ্যাংস্টারদের থেকে হত্যার হুমকির পর থেকেই দুর্ভাবনায় বলিউড ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সালমান খানকে উদ্দেশ্যে করে রাখি বলেন, 'আপনি (সালমান খান) টেনশন করবেন না। পুরো ভারতের আশীর্বাদ আপনার সাথে আছে। আপনার কিছু হতেই পারে না। দরকার হলে আমি আপনার 'বডিগার্ড' হতে প্রস্তুত। গুলি চললে আগে আমাকে আঘাত করবে। আপনাকে ছুঁতেও পারবে না।
সালমানের ঘনিষ্ঠ মহলের দাবি, হুমকির চিঠি পাওয়ার পর থেকেই নিজের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন ‘ভাইজান’। এমনকি এ বছর ঈদের দিনেও ঘর থেকে বাইরে বের হননি তিনি। সম্প্রতি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স চাইতে মুম্বাই পুলিশের কাছে একটি লিখিত আবেদন জমা দেন। তার আবেদন মঞ্জুরও করেছে প্রশাসন।