যুক্তরাষ্ট্রে হোয়াইট হাউজের কাছে বজ্রপাতে ৪ জন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট)বজ্রপাতের ঘটনা ঘটে।
ওয়াশিংটনের ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগ জানায়, হোয়াইট হাউজের রাস্তার পাশে একটি পার্কে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুই জন নারী ও দুই জন পুরুষ গুরুতর আহত হন।
ভুক্তভোগীদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।যুক্তরাষ্ট্রের রাজধানীজুড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কয়েকটি বজ্রপাতের ঘটনা ঘটে বলে জানা যায়।