বৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪

টেকনাফ পৌর যুবলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

দেশকাল ডেস্ক   মঙ্গলবার , ১৬ আগষ্ট ২০২২

মোঃ আলমগীর,টেকনাফ প্রতিনিধি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ টেকনাফ পৌরসভা শাখার উদ্যোগেজাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭-তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে খতমেকুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমরার (১৫-আগস্ট) সকালসাড়ে ৮ টায় পৌর শীলবনিয়া পাড়া জামে মসজিদে খতমে কুরআন ও সকাল ১১ টায় পৌরসভার মিলকীরিসোর্টের হল রুমে পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে, পৌরযুবলীগ নেতা রুবেল উদ্দিন এমবিএ'র পরিচালনায় ও পৌর যুবলীগ নেতা মহীউদ্দীন এর পবিত্রকুরআন তেলওয়াতের মধ্য দিয়ে সভার সুচনা শুরু হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেনটেকনাফ পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন (মুন্না), পৌরযুবলীগের যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম সিটি কলেজের রাজপথ কাপানো সাবেক ছাত্রনেতামুজিবাদর্শের লড়াকু সৈনিক যুবসমাজের পছন্দের অহংকার মোহাম্মদ আবদুল্লাহ্ (এম.এ)।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ০৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণসম্পাদক মোহাম্মদ হাসান। এতে ধারাবাহিকভাবে বক্তব্য রাখেন,পৌর০১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ তৈয়ুব,পৌর ০২নং ওয়ার্ড যুবলীগের সাধারণসম্পাদক নুরুল আলম,পৌর ০৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তৈয়ুব মনো, পৌরযুবলীগ নেতা সরওয়ার কামাল (অভি), পৌর যুবলীগ নেতা মোস্তাক আহমদ। অন্যান্যদের মধ্যে আরওউপস্থিত ছিলেন টেকনাফ পৌর ০৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব, পৌর০৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, পৌর ০৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতিসাবেক ছাত্রনেতা ফয়েজ উল্লাহ্ (নুনু),এবং সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি), পৌর০৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল কায়েস, পৌর ৮ নং ওয়ার্ড যুবলীগেরসাধারণ সম্পাদক নুরুল ফয়েজ, পৌর যুবলীগ গিয়াস উদ্দিন। এতে পৌর যুবলীগের সিনিয়রনেতৃবৃন্দ মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইয়াহিয়া,রেজাউল করিম রেজা, মোহাম্মদইসহাক, হারুন রশীদ, মোহাম্মদ ফারুক,মোহাম্মদ আব্দুল্লাহ, দেলোয়ারহোসেন, কামাল হোসেন, ওবায়েদুল্লাহ ওবায়েদ ও নুরুল আজিম সহ পৌরসভার প্রতিটিওয়ার্ড যুবলীগের তৃণমূল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদানকালে পৌরযুবলীগের যুগ্ম আহ্বায়ক তরুন উদিয়মান যুবনেতা ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদআবদুল্লাহ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু স্ব-পরিবারে হত্যাকরে কিছু বিশ্বাসঘাতক রচনা করেছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কালোঅধ্যায়। টেকনাফ পৌর যুবলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর খুনীদের বিদেশ থেকে পিরিয়ে এনেফাঁসি কার্যকর করার জোর দাবী জানিয়ে বঙ্গবন্ধুর স্ব-পরিবার ও ১৫ আগস্টের সকলশহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে একটিস্বাধীনতা বিরোধী চক্র নানাবিধ অপপ্রচার চালানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। এসবষড়যন্ত্রকারীদের প্রতিহত করে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমুল নেতাকর্মীদের আহ্বান জানানতিনি। টেকনাফ পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কুল হোসেন চৌধুরী ১৫ আগস্ট বঙ্গবন্ধুকেহত্যা করে বাংলাদেশকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল তাদের বাংলার মাটিতেকোনদিন ঠাই হবেনা। এখনও অনেক ষড়যন্ত্রকারী ঘাপটি মেরে বসে রয়েছে, তাদেরকেচিহ্নিত করার জন্য নেতাকর্মীদের উদাত্ত আহ্বান জানান তিনি। আলোচনা সভা শেষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের কালো রাতে শহীদ হওয়া সকল শহীদদেরইচালি সওয়াবের উদ্দেশ্যে টেকনাফ পৌর ৯ ওয়ার্ড থেকে আগত যুবলীগের সকল নেতাকর্মীদেরমাঝে খাবার প্রদান করা হয়

দৈনিক দেশকাল/আরএ/১৬ আগষ্ট,২০২২

 নগর-মহানগর থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ