রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩

ইয়োহানির গানে ঝড় তুললেন নোরা

আনন্দলোক ডেস্ক   রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২

বছর খানেক আগে নেট দুনিয়ায় ভাইরাল হয় শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি। ওই জনপ্রিয়তায় ভর দিয়ে ইয়োহানি এবার বলিউডে। তার ‘মানিকে মাগে হিতে’ গানটিকেই নতুন আয়োজনে ব্যবহার করা হয়েছে ‘থ্যাংক গড’ নামের একটি হিন্দি সিনেমায়। এতে অভিনয় করেছেন অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিং। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশ হয়েছে গানটি।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অজয় দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার নতুন ছবি 'থ্যাংক গড'র ট্রেলার। এই ছবির জন্যই ইয়োহানি গাইলেন 'মানিকে মাগে হিথে'র হিন্দি ভার্সন। সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিং। শুক্রবার গানটি প্রকাশ হয়েছে।

মূল গান ইয়োহানির একক কণ্ঠে হলেও এখানে তার সঙ্গী হয়েছেন জুবিন নটিয়াল। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন তানিস্ক বাগচি ও চমথ সংগীত। ভিডিওতে পারফর্ম করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও বলিউডের ড্যান্স সেনসেশন নোরা ফাতেহি।


হিন্দুস্তান টাইমস'র এর এক প্রতিবেদনে বলা হয়েছে, 'থ্যাংক গড' সিনেমাটি নির্মাণ করেছেন ইন্দ্র কুমার। সপ্তাহখানেক আগে এর ট্রেলার প্রকাশ হয়। এরপর কিছু জটিলতায় পড়েছেন সংশ্লিষ্টরা। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের জৌনপুরে সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী। 

তার অভিযোগ, সিনেমাটিতে হিন্দু ধর্ম এবং এর অনুসারীদের ভাবাবেগে আঘাত করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে নির্মাতা, প্রযোজক কিংবা অভিনয়শিল্পীরা এখনো কোনো প্রতিক্রিয়া দেননি।

দৈনিক দেশকাল/এসএইচ/১৮ সেপ্টেম্বর, ২০২২  

 আনন্দলোক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ