আফগানিস্তানের যুবসমাজকে মোবাইল গেম, নেটমাধ্যম বিপথে নিয়ে যাচ্ছে। এই যুক্তি দিয়ে পাবজি, টিকটক ইত্যাদি অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিলো তালেবান সরকার। আগামী তিন মাসের মধ্যে এমন বেশ কয়েকটি অ্যাপ নিষিদ্ধ হতে পারে আফগানে।
এর আগেও এই দুটি অ্যাপ নিষিদ্ধ করার কথা বলেছেন তালেবান শাসকরা। তাদের যুক্তি, এসব ব্যবহার করে খারাপ হয়ে যাচ্ছে যুব সমাজ।সম্প্রতি, তালেবান মুখপাত্র ইনামুল্লা সমনগানি জানিয়েছেন, যুবসমাজকে বাঁচানোর জন্য টিকটক এবং পাবজি নিষিদ্ধ করা অত্যন্ত জরুরি।
আফগানিস্তানের নিরাপত্তা দফতরের প্রতিনিধি এবং শরিয়ত আইন বিশেষজ্ঞদের আলোচনা হয়েছে। তারপরই তালেবান সরকার এই অ্যাপ নিষিদ্ধ করার পথে হাঁটছে। আগামী ৯০ দিনের মধ্যেই সিদ্ধান্ত কার্যকর হবে। ইতিমধ্যে তালেবান সরকার এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের।
এর আগেও প্রায় লাখ খানেক ওয়েবসাইট নিষিদ্ধ করেছে তালেবান সরকার। গান, সিনেমা ইত্যাদি মেলে এমন ওয়েবসাইট বন্ধ হয়েছে। এছাড়া টিভি সিরিয়াল দেখাও বন্ধ। বিনোদনমূলক অনুষ্ঠান সম্প্রচারিত হয় বা দেখা যায় এমন সব কিছুই আফগানিস্তানে নিষিদ্ধ।
দেশের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিষেধাজ্ঞার বিষয়ে অবহিত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিয়ম মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ মন্ত্রী নজিবুল্লাহ হাক্কানি বলেছেন, “আমরা ২৩.৪ মিলিয়ন ওয়েবসাইট ব্লক করেছি।
বক্তৃতা করার সময়, সরকারের যোগাযোগ উপমন্ত্রী আহমেদ মাসুদ লতিফ রাই অনলাইন বিষয়বস্তু নিয়ন্ত্রণে তালেবানদের সাথে সহযোগিতা করতে অস্বীকার করার জন্য ফেসবুকের নিন্দা করেছিলেন। দেশের মিডিয়া সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে।
যার মধ্যে অর্ধলক্ষাধিক মিডিয়া আউটলেট বন্ধ রয়েছে, বেশ কয়েকটি চ্যানেল এবং ওয়েবসাইটের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, কাজের সীমাবদ্ধতা বৃদ্ধি, সহিংসতা এবং সাংবাদিকদের হুমকির মুখে ফেলা হয়েছে।