০৯ নভেম্বর বুধবার পিআইবি’রসেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ সহ পিআইবি’র কর্মকর্তা এবং অ্যাডভান্সড সফটওয়্যার ডেভেলপমেন্টেরপরিচালক মোঃ মনিরুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন । অ্যাডভান্সডসফটওয়্যার ডেভেলপমেন্টের পরিচালক মোঃ মনিরুল ইসলাম বলেন, সার্বিকসহযোগিতা পেলে পিআইবি’র লাইব্রেরীতে মজুদ সকল পত্রিকাকে ডিজিটাল রূপদিয়ে পিআইবি’রডিজিটাল আর্কাইভ প্রোগামটিকে বাংলাদেশের আর্কাইভিংয়ের রোল মডেল হিসেবে তুলে ধরতেপ্রস্তুত ।
সভাপতির বক্তব্যে পিআইবি’রমহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, প্রকাশিত দৈনিক পত্রিকা বাংলাদেশের জাতীয় সম্পদ এবংতথ্য ভান্ডার । জাতীয় স্বার্থে প্রকাশিত দৈনিক পত্রিকা সমূহ সংরক্ষণ করা পিআইবি’র দায়িত্ব। বাংলাদেশের ইতিহাসকে অক্ষুন্ন রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে তা পৌঁছেদেয়ার মাধ্যম হিসেবে ডিজিটাল আর্কাইভের কোনো বিকল্প নেই । তারই ধারাবাহিকতায়পিআইবি, এই নিউজপেপার ডিজিটাল আর্কাইভ উদ্যোগটি গ্রহণ করে এবং ভবিষ্যতে এইআর্কাইভিং প্রোগ্রামটিকে আরো সমৃদ্ধ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
দৈনিক দেশকাল / আরএ / ৯ নভেম্বর,২০২২