রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩

মিশু-তিশার ‘রুস্তম নাপিত’

আনন্দলোক প্রতিবেদক, ঢাকা   মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২

ঢাকা : বিহারী পট্টির ডাকসাইটে নাপিত রুস্তম । আর তার বাতিক হলো সর্বদা চুলদাড়ি কাটার বাতিক। মানে লম্বা লম্বা চুল এবং দাড়িওয়ালা কাউকে দেখলেই তার হাত থেকে আর নিস্তার নেই। কোনো না কোনো উপায়ে সে তার চুলদাড়ি কেটে দেয়। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।

অন্যদিকে মোতালেবের গ্রামের বাড়ির মেয়ে পারুল। অনেক সুন্দরী এই মেয়েকে দেখেন রুস্তম। পারুল চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। পরীর মত এই সুন্দরী মেয়েকে রুস্তম দেখার পর কাহিনী মোড় নেয় অন্যদিকে।


এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে ডি ফর ড্রামার ইউটিউব চ্যানেলের জন্য নির্মিত এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির ও তাসনুভা তিশা । মেজবাউর রহমান সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন অলোক হাসান। প্রযোজনা করেছেন জিসান ফাহিম।


এমিনেন্স বিজনেস মার্টের ব্যানারে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কচি খন্দকার, আনোয়ার হোসেনসহ অনেকে। নাটকটি তৈরির সার্বিক তত্ত্বাবধান করেছে দ্য ডিজিটাল গ্রাউন্ড। ডি ফর ড্রামার ইউটিউব চ্যানেলে আগামী বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এই নাটকটি দর্শকরা দেখতে পাবেন।

দৈনিক দেশকাল/ এফওয়াই/ জেডআরসি/ ১৫ নভেম্বর, ২০২২

 আনন্দলোক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ