শনিবার , ০২ ডিসেম্বর ২০২৩

জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় তদন্ত কমিটি

দেশকাল প্রতিবেদক, ঢাকা   মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২

ঢাকা : আদালতে পুলিশের কাছ থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২০ নভেম্বর) এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে (কারা অনুবিভাগ) আহ্বায়ক করা হয়েছে। 

কমিটির বাকি ৩ সদস্য হলেন—মহাপুলিশ পরিদর্শকের প্রতিনিধি (ডিআইজি পদ মর্যাদার নিচে নয়), অতিরিক্ত কারা মহাপরিদর্শক ও ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণ সন্ত্রাসবিরোধী আইনে সাজাপ্রাপ্ত আবু সিদ্দিক ওরফে সোহেল ওরফে সাকিব ও মাইনুল হাসান শামীম ওরফে ইমরানকে (ব্লগার দীপন এবং অভিজিৎ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি) দুষ্কৃতকারীরা ছিনিয়ে নেয়। ওই ঘটনায় ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক দেশকাল/ এফওয়াই/ জেডআরসি/ ২২ নভেম্বর, ২০২২

 বাংলাদেশ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ