রবিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৩

গ্রাহক পর্যায়ে ১৯% বিদ্যুতের দাম বাড়াতে চায় তিন কোম্পানি

দেশকাল অনলাইন   বৃহস্পতিবার , ২৪ নভেম্বর ২০২২

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর পর এবার গ্রাহক পর্যায়ে ১৯ দশমিক ৪৪ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে তিনটি কোম্পানি।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিসহ (ওজোপাডিকো) তিনটি কোম্পানি বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে দাম বাড়ানোর আবেদন করেছে বলে কমিশনের সদস্য বজলুর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, এই দাম বাড়ানোর প্রস্তাব যাচাই-বাছাই করে পরে গণশুনানির তারিখ নির্ধারণ করা হবে।

এর আগে গত ২১ নভেম্বর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয়।

দৈনিক দেশকাল/জেডইউ/২৪ নভেম্বর, ২০২২

 অর্থ-বাণিজ্য থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ