বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩

জনসম্মুখে অভিনেত্রী উরফির অশ্লীল আচরণ!

আনন্দলোক ডেস্ক   বুধবার , ১৪ ডিসেম্বর ২০২২

দিন দুয়েক আগেই মুম্বই বিমানবন্দরে শাড়ি পরে এসেছিলেন উরফি জাভেদ। কমলা আর গোলাপি রঙের ফিনফিনে শাড়িতে গাড়ি থেকে নামলেন তিনি। সঙ্গে একফালি ব্লাউজ়, যেটিকে অন্তর্বাস বললেই হয়। হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছিল আঁচল। সেই আচঁল সামলাতে রীতিমতো যুদ্ধ করতে দেখা গিয়েছে শৌখিনীকে।

এদিকে বিমানবন্দর চত্বরে তাকে দেখতে লোকের ঢল নেমেছিল। এসময় উরফিও ছিলেন উৎসবের মেজাজে। এসময় তার হাতভর্তি পিৎজ়ার বাক্স। আশপাশে যত আলোকচিত্রী ছিলেন সবার মধ্যে বিলিয়ে দিচ্ছিলেন সেগুলি। আলোকচিত্রীদের অবশ্য বলতে শোনা যায়, আরামসে... আরামসে উরফিজি!

শনিবার ভাইরাল হওয়া ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই মুম্বইয়ের অন্ধেরি থানায় উরফি জাভেদের বিরুদ্ধে অশ্লীলতার দায়ে অভিযোগ জমা পড়ল। অভিযোগ জানিয়েছেন আলি খশিফ খান দেশমুখ নামের এক আইনজীবী। 

পুলিশকর্তা জানিয়েছেন, দিন দুয়েক আগেই জমা পড়েছিল অভিযোগ। তবে বিশেষ কোন আইনভঙ্গ করেছেন মডেল-তারকা, তা অবশ্য স্পষ্ট ছিল না অভিযোগপত্রে। পুলিশ আরও জানায়, নির্দিষ্ট ঘটনার ভিত্তি বা প্রমাণ না থাকায় তারা এখনও অবধি কোনও ব্যবস্থা নেননি।

দৈনিক দেশকাল/জেডইউ/ ১৪ ডিসেম্বর, ২০২২

 আনন্দলোক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ