অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা। ইতিহাসের প্রথম অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩০ রানের সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে ১৩ বল হাতে রেখেই জয় পেয়ে যায় বাংলার মেয়েরা।
বাংলাদেশ নারী ক্রিকেট ইতিহাসে কখনও অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাইনি সেখানে প্রথমবারের মতো এই জয়ে নতুন হাওয়া দিচ্ছে টাইগ্রেসদের।
অজিদের দেওয়া মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ মেয়েরা। তবে প্রথমে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে গুছিয়ে খেলে নিজেদের করে নেয় টাইগ্রেসরা। ফলে দ্বিতীয় জুটিতে আসে ৬৬ রানের ইনিংস। এতেই নিজেদের নিয়ন্ত্রনে ইনিংস নিয়ে নেয় বংলার মেয়েরা।
দ্বিতীয় উইকেট জুটির দিলারা আক্তার ব্যক্তিগত ৪০ রানে সাজ ঘরে ফিরলে, তারপরই ফেরেন ২৪ রান করা ওপেনার আফিয়া প্রত্যাশাও। শেষ দিকে স্বর্ণা এবং সুমাইয়া আক্তারের ৬১ রানের দারুন জুটিতে জয় নিশ্চিত করেন স্বর্ণা বাংলার মেয়েরা। চতুর্থ উইকেটর এই জুটিতে স্বর্ণা ১৮ বলে করেন ২৩ রান, অপরদিকে সুমাইয়া করেন ২৫ বলে ৩১ রান।
এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ক্লেয়ার মুরের ফিফটি এবং ইলা হাওয়ার্ডের মাঝারি ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩০ রান তোলে অস্ট্রেলিয়ার মেয়েরা। বাংলাদেশের বোলারদের মধ্যে মারুফা আক্তার এবং অধিনায়ক দিশা বিশ্বাস ২টি করে উইকেট শিকার করেন।