ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডার প্রগতি সরণির জনপ্রিয় শরীরচর্চা কেন্দ্র ‘এইচএস জিম অ্যান্ড ফিটনেস সেন্টার’। প্রতিবছরের মতো এবারও জিমের তত্ত্বাবধানে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়।
সম্প্রতি গাজীপুরের ছুটি রিসোর্টের আনন্দ ভ্রমণে অংশ নিয়েছে অর্ধশত নারী ও পুরষ সদস্যরা। পুরো দিনটিই নাচে-গানে আর হৈ-হুল্লোড়ে পাড় করেছেন তারা। জিমের সাধারণ সদস্য ছাড়াও প্রতিষ্ঠানটির কর্ণধার ফাহাদ খান ও জিম ট্রেইনাররা উপস্থিত ছিলেন।
জিমটির প্রধান প্রশিক্ষক মো. শেখ জামাল একাধিক দেশি-বিদেশি পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে হচ্ছে, মিস্টার বাংলাদেশ (২০১৯, ২০ ও ২২)। এছাড়াও টানা দুইবারের মিস্টার ঢাকা (২০১৮ ও ২০১৯) ও মিস্টার মার্সেলসহ (২০১৭ ও ২০১৯) বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি।
২০১৯ সালের পয়লা সেপ্টেম্বর উত্তর বাড্ডার প্রগতি সরণিতে ‘এইচএস জিম অ্যান্ড ফিটনেস সেন্টার’ যাত্রা শুরু করে। তিনটি ইউনিটে কাজ চলে জিমের। শিক্ষার্থী ও বিগিনারদের জন্য একটি ফ্লোর। অন্য দুটি হচ্ছে নারী-পুরুষের যৌথ ইউনিট ও একটি শুধু নারীদের জন্য। জিমে মোট সদস্য সংখ্য দুই হাজারের বেশি। তিনটি ইউনিট মিলে প্রতিদিন জিমে সক্রিয় অংশগ্রহণ থাকে দুই শতাধিক সদস্য।