বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩

দেশে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে : স্বাস্থ্যমন্ত্রী

রাসেল আহম্মেদ   সোমবার , ৩০ জানুয়ারী ২০২৩

দেশে নিপাহ ভাইরাসেরপ্রাদুর্ভাব বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, চলতি বছরনিপাহ ভাইরাসে আটজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যেই পাঁচজনেরই মৃত্যু হয়েছে। আজ রোববারদুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়েব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রীবলেন, নিপাহ ভাইরাসে আক্রান্তদের ৭০ শতাংশের বেশি মৃত্যু হয়। কাঁচা রস পান করলে, পাখিখাওয়া ফল খেলে এ রোগ হয়। বিশেষ করে বাদুড় এই ভাইরাস বহন করে। বাদুড় খেজুরের রস পানকরার পর তা মানুষ পান করলে মানুষের শরীরে ভাইরাসটি ঢুকে যায়। অসুস্থ মানুষের সংস্পর্শেসুস্থ মানুষ আসলেও নিপাহ ভাইরাস ছড়ায়। তখন মাল্টিপল রোগী হয়ে যায়, দ্রুত ছড়ায়। এটাআমাদের আশঙ্কার বিষয়। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেনস্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

২২ বছরে নিপাহেমৃত্যু ৭১ শতাংশ তিনি আরও বলেন, ‘নিপাহ ভাইরাসের কোনো প্রতিষেধক নেই। কোনো ভ‌্যাকসিননেই, ওষুধও নেই। সিম্পটমেটিক চিকিৎসা দেওয়া হয়। যেভাবে আমরা করোনার চিকিৎসা দিয়ে আসছিলাম।’জাহিদ মালেক বলেন, আমাদের সজাগ থাকতে হবে। কাঁচা খেজুরের রস মোটেই পান করা যাবে না।যে ফল কোনো পাখি বা জন্তুতে খেয়েছে, সেগুলোও খাওয়া যাবে না।

দৈনিক দেশকাল / আরএ / ৩০ জানুয়ারি , ২০২৩

 স্বাস্থ্যবার্তা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ