সাঈদ আহম্মেদ , দাউদকান্দি প্রতিনিধি
দাউদকান্দিউপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শফিউল বাশার সুমনস্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার বিকালে উপজেলার কানড়া দুর্গাপুরগ্রামে তার নিজ বাড়ীতে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।মোঃশফিউল বাশার সুমন ওই গ্রামের মরহুম মো: সাইদুর রহমানের ছেলে এবং গৌরীপুর বাজার কমিটিরসাধারণ সম্পাদক। এছাড়াও তরুন এ উদ্যোক্তা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে দীর্ঘদিনসম্পৃক্ত রয়েছেন। করোনা কালিন সময়ে মানুষের সেবায় তার ভূমিকা ছিলো প্রসংশনীয়।
মোঃশফিউল বাশার সুমন তার বক্তব্যে বলেন, বারপাড়া ইউনিয়নের দীর্ঘদিনের অনিয়ম, মাদক, সন্ত্রাস,জুয়া নির্মূলসহ অসহায় মানুষের ডিজিটাল ও নাগরিক সেবা নিশ্চিত করাসহ অবহেলিত রাস্তাঘাটউন্নয়ন করার উদ্দেশ্যে তিনি চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করতে আগ্রহী। এসময়সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নিজেকে দূর্নীতি মুক্ত হিসাবে দাবি করেন।একজন সমাজসেবক হিসাবে বিগত সময়ে এলাকাবাসীর পাশে ছিলেন বলেই জনগন তাকে ভোট দিয়ে চেয়ারম্যানহিসেবে দায়িত্ব দিবে বলে আশা রাখেন তিনি। আইটি এ্যাক্সপার্ট ও সফল উদ্যোক্তা হিসেবেতিনি বলেন, ইতিমধ্যে দাউদকান্দিসহ পাশের বিভিন্ন উপজেলায় কম্পিউটার এবং ফ্রিল্যান্সিংপ্রশিক্ষনে ব্যাপক সাড়া পেয়েছি, তাই আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার ইউনিয়নের শিক্ষিতযুবক যুবতিদের কর্মসংস্থানের লক্ষ্যে ফ্রি প্রশিক্ষনের ব্যাবস্থাসহ বারপাড়াকে মডেলইউনিয়নে রূপান্তর করবো ইনশাআল্লাহ। মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ারসাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশকাল / আরএ / ৩১ জানুয়ারি , ২০২৩