শুক্রবার , ৩১ মার্চ ২০২৩

জহিরুল হক রাসেল, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা: কুমিল্লা এলজিইডির আয়োজনে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে স্থানীয়সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লার কার্যালয়ের সামনে মানববন্ধন করে কুমিল্লা এলজিইডিরকর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের “বিমান বন্দর সড়ক উন্নয়ন প্রকল্প এরপ্রকল্প পরিচালক হিসেবে নিয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীমোঃ গোলাম ইয়াজদানির উপর একদল সন্ত্রাসীর হামলার ঘটনার প্রতিবাদে এলজিইডি কুমিল্লারনির্বাহী প্রকৌশলী মীর্জা মোঃ ইফতেখার আলী নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের “বিমান বন্দর সড়ক উন্নয়ন প্রকল্প এরপ্রকল্প পরিচালক প্রকৌশলী মোঃ গোলাম ইয়াজদানির উপর সন্ত্রাসীর হামলা ঘটনায় প্রতিবাদেপ্রকৌশলীরা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীশেখ হাসিনার সুনির্দিষ্ট দিক-নির্দেশনায় দেশের অবকাঠামো ও সার্বিক উন্নয়নে দেশব্যাপীপ্রকৌলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে ও মাঠ পর্যায়েঅবকাঠামোগত উন্নয়নসহ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, ভিশন-২০৪১,ডেল্টা প্ল্যান আমার গ্রাম আমার শহর বাস্তবয়নে প্রকৌশলীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেএবং ভবিষ্যতেও সে ধারা অব্যাহত থাকবে।

 সাম্প্রতিক সময়ে লক্ষ্য করাযাচ্ছে যে কিছু অসাধু চক্র দেশের উন্নয়ন কাজকে বিভিন্ন অজুহাতে বাধাগ্রস্থ করছে। সেইসাথে দেশের মেধাবী প্রকৌশলীদের শারিরীক ও মানসিভাবে লাঞ্ছিত করা হয়। নির্বাহী প্রকৌশলীমোঃ গোলাম ইয়াজদানির উপর একদল সন্ত্রাসীর হামলার ঘটনায় এই ধরণের অনাকাঙ্ক্ষিত ন্যাক্কারজনকঘটনায় সারাদেশের প্রকৌলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করছে। 

 

উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন এলজিইডি কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়কপ্রকৌশলী মোঃ মোস্তফা হাসান,কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জি পি চৌধুরী,আই বি,কুমিল্লার প্রেসিডেন্ট আবুল বাশার, ভাইস প্রেসিডেন্ট ও উপ-প্রকল্প পরিচালক আব্দুলমতিন,ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ কবিরসহ অত্র দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মানববন্ধনচলাকালীন আরও ছিলেন কুমিল্লা জেলার নির্বাহী প্রকৌশলী এলজিইডি কুমিল্লা তথা প্রকৌশলীসমাজের পক্ষ্য থেকে এই হামলার তীব্র নিন্দা,ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং দোষীদের অনতিবিলম্বেগ্রেফতার করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। মানব বন্ধনে উপস্থিতঅন্যান্যরা উক্ত দাবীর সাথে নিজেদের সহমত প্রকাশ করেন। এছাড়া কুমিল্লা জেলা পরিষদ এবংকুমিল্লা জেলার ১৭ টি উপজেলার উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে একযোগে বিকেলে ৩টাথেকে ৪টা পর্যন্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

দৈনিক দেশকাল / আরএ / ৩১জানুয়ারি , ২০২৩

 আইন-অপরাধ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ