বৃহস্পতিবার , ৩০ মার্চ ২০২৩

সম্পাদক আবেদ খানের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা

দেশকাল অনলাইন   শুক্রবার , ১০ ফেব্রুয়ারী ২০২৩

ঢাকা : দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট ও দৈনিক জাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবেদ খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রতিষ্ঠানটির সাংবাদিক-কর্মচারীরা।

গত সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২১৩ ধারায় তৃতীয় শ্রম আদালতে মামলাটি দায়ের করেন সিনিয়র সাব এডিটর মোহাম্মদ আবু ইউসুফ, সুজন আকন, গ্রাফিক ইনচার্জ মো. তাজুল ইসলামসহ মোট সাত জন।

বাংলাদেশ শ্রম আইন (আই আর) মোকদ্দমা নং- ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২ ও ২৩/২০২৩-এ বাদীপক্ষ অভিযোগ করেন, দৈনিক জাগরণে কর্মরত অবস্থায় আমাদের একেকজনের  ৫ থেকে ১৮ মাসের পর্যন্ত বেতন-ভাতা বকেয়া রাখে জাগরণ কর্তৃপক্ষ। এক পর্যায়ক্রমে কোনো প্রকার নোটিস ছাড়াই কৌশলে ভিন্ন ভিন্ন সময়ে শূন্য হাতে আমাদেরকে প্রতিষ্ঠানটি থেকে ছাঁটাই করা হয়। 


তারা অভিযোগে বলেন, এ সময়টুকুতে অনেক কষ্টে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটিয়েছি। দীর্ঘদিন জাগরণ কার্যালয়ে গিয়ে নানা সংকটের কথা জানিয়ে বেতন-ভাতা পরিশোধের জন্য অনুরোধ করেছি, কিন্তু কোনো সুরাহা করেনি কর্তৃপক্ষ। এছাড়া ১৭, ২৫ ও ২৮ এপ্রিল ২০২২ তারিখে আমাদের সকল পাওনা বকেয়া বেতন ভাতা পরিশোধের জন্য ডাকযোগে আবেদনপত্রের মাধ্যমে সম্পাদক ও প্রকাশক আবেদ খানকে অনুরোধ করা হয়, তাতেও আমাদের পাওনা পরিশোধ করেননি তিনি।

এরপর যথাযথ আবেদনের মাধ্যমে বিষয়টি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে (ডিইউজে) জানিয়েছি। তারাও আমাদের পাওনা পরিশোধের জন্য সম্পাদক আবেদ খানকে বহুবার অনুরোধ করেছেন, কিন্তু তিনি কারো অনুরোধই রাখেননি। অবশেষে নিরূপায় হয়ে আমরা একজন আইনজীবীর মাধ্যমে মাননীয় শ্রম আদালতে বিষয়টি অভিযোগ আকারে উত্থাপন করেছি। আশা করছি, মাননীয় আদালত আমাদের বকেয়া বেতন-ভাতা আদায়ে ন্যায়বিচার করবেন।

দৈনিক দেশকাল/জেডইউ/ ৯ ফেব্রুয়ারি, ২০২৩

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ