শুক্রবার , ৩১ মার্চ ২০২৩

আশুগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

দেশকাল ডেস্ক   বুধবার , ২২ ফেব্রুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাংবাদিকদেরসাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক। বুধবার (২২ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিতহয়। মতবিনিময় সভায় অংশ নেন আশুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতিসেলিম পারভেজ (ভাইস চেয়ারম্যান, আশুগঞ্জ উপজেলা পরিষদ), আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতিমোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সিনিয়র সহ সভাপতি হাবিবুররহমান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, পাঠাগারও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন , কার্যকরি পরিষদ সদস্য আবুআব্দুল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সহযোগি সদস্য গোলাম সারোয়ার, জহিরসিকদার, বাবুল সিকদার, খোকন মিয়া ও রিফাত হাসান প্রমুখ।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসারশ্যামল চন্দ্র বসাক বলেন, সংবাদ মাধ্যম হচ্ছে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সাংবাদিকরাহলেন জাতির দর্পন। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে।  সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা সুন্দর সমাজ গঠনে সহায়ক।তিনি বলেন, আমি এখানে নতুন ইউএনও হয়ে এসেছি। উপজেলার বিভিন্ন কর্মকান্ড দেখভাল করাযেমন একজন কর্মকর্তা হিসেবে আমার দায়িত্ব তেমনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংদিকদেরওএ দায় রয়েছে। এ উপজেলাকে সুন্দর করে গড়ে তুলতে আমি সাংবাদিকদের পাশে চাই।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দবলেন, আশুগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের পাশাপাশি সব সময় উপজেলাপ্রশাসনের সকল ইতিবাচক কাজে সাধ্যমত সহযোগিতা করে আসছে। এই ধারাবাহিকতা অক্ষুন্ন থাকবে।  এসময় তারা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার চিত্রতুলে ধরেন। উল্লেখ্য শ্যামল চন্দ্র বসাক গত ২০ ফেব্রুয়ারি (সোমবার) আশুগঞ্জ উপজেলানির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। আশুগঞ্জে যোগদানের পূর্বে তিনি নরসিংদীজেলা প্রশাসকের কার্যালয় ও উক্ত জেলার শিবপুর উপজেলা এবং গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াউপজেলায় সহকারি কমিশনার (ভূমি) হিসেবে  দায়িত্বপালন করেছেন।

বিসিএস ৩৪তম ব্যাচের এ কর্মকর্তা২০১৬ সালে ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সর্বপ্রথমচাকুরীতে যোগদান করেন। শ্যামল চন্দ্র বসাক চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে সামুদ্রিক বিজ্ঞানেস্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

দৈনিক দেশকাল / আরএ / ২২ফেব্রুয়ারী, ২০২৩

 মিডিয়াওয়াচ থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ