শুক্রবার , ৩১ মার্চ ২০২৩

চাঁদনির সঙ্গে ঘর বাঁধলেন ৫০ বছর বয়সী শ্রফ

আনন্দলোক প্রতিবেদক, ঢাকা   সোমবার , ২৭ ফেব্রুয়ারী ২০২৩

৫০ বছর বয়সে জীবনের নতুন ইনিংস শুরু করলেন হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ শচীন শ্রফ। চাঁদনিকে বিয়ে করেছেন অভিনেতা। তার স্ত্রী পেশায় একজন অন্দরসজ্জা শিল্পী। এটি শচীনের দ্বিতীয় বিয়ে।

গত ২৫ ফেব্রুয়ারি পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে করেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র নতুন তারক মেহতা (শচীন)। পরিবার ও নিকটাত্মীয়েদের উপস্থিতিতে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, শচীনের বোনের বান্ধবী চাঁদনি। তাকে পাত্রী হিসেবে তারকার পরিবারের পছন্দ হওয়ায় বিয়ের কথা চূড়ান্ত করেছিলেন। তবে এ খবর দুই পরিবারই গোপন রেখেছিলেন এতদিন।


এর আগে ২০০৯ সালে ‘বহুরানি’ ধারাবাহিকের কুমকুম অর্থাৎ অভিনেত্রী জুহি পারমারকে বিয়ে করেছিলেন শচীন। সেই সংসারে ২০১৩ সালে একমাত্র কন্যা সামাইরার জন্ম হয়। কিন্তু হঠাৎ করেই সম্পর্কে চিড় ধরে তাদের। সবশেষ ২০১৮ সালে জুহির সঙ্গে আইনি বিচ্ছেদ হয় তারকা দম্পতির।

এদিকে দ্বিতীয় বিয়ে হলেও মনে উচ্ছ্বাসের কমতি ছিল না শচীনের। বিয়ের দিন পরনে কমলা রঙের শেরওয়ানি ও সোনালি জরির কাজ সজ্জিত পোশাকে সেজেছিলেন তিনি। আর চাঁদনি ছিলেন নীল রঙা সাবেকি লেহেঙ্গা ও হলুদ দুপাট্টায়। সঙ্গে মানানসেই গয়না ও হালকা মেকআপ তো ছিলই।

অভিনেতার বিয়েতে শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন একঝাঁক তারকারা। আর ‘তারক মেহতা’ ধারাবাহিকের পরিবার তো ছিলই। দিলীপ জোশি, মুনমুন দত্ত, জেনিফার মিস্ত্রি বাঁশিওয়াল, অম্বিকা রঞ্জনকর, সুনয়না ফোজদারের মতো তারকারা এসেছিলেন অনুষ্ঠানে।

দৈনিক দেশকাল/জেডইউ/ ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

 আনন্দলোক থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ