শনিবার , ০৫ অক্টোবর ২০২৪

‘ই-ক্লাব ফ্যামিলি ডে আউট ২০২৩’ অনুষ্ঠিত

দেশকাল প্রতিবেদক, ঢাকা   রবিবার , ০৫ মার্চ ২০২৩

ঢাকা : প্রতি বছরের মতো এবারও জমকালো আয়োজনে শেষ হলো ই-ক্লাব (অন্ট্রাপ্রেনিয়র ক্লাব অব বাংলাদেশ) সদস্যদের নিয়ে বার্ষিক আয়োজন ‘ই-ক্লাব ফ্যামিলি ডে আউট ২০২৩’।

শুক্রবার (০৩ মার্চ) গাজীপুরের ঢাকা রিসোর্টে এ আয়োজন করা হয়।  এবারের আয়োজন উদ্বোধন করেন ই ক্লাবের প্রেসিডেন্ট মারুফ লিয়াকত।

ক্লাব সদস্যদের নিয়ে পুরো আয়োজনের প্রেক্ষাপট ও ভবিষ্যতের পরিকল্পনা ব্যক্ত করেন ই-ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ রাহুল।  এ সময় বক্তব্য দেন, ই-ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহরিয়ার খানসহ ইসি কমিটির সদস্যরা।

এরপর নানা আনন্দে মেতে উঠে ই-ক্লাবের সদস্যরা। হাঁড়িভাঙা, মিউজিক্যাল চেয়ার, বড়দের ছোটদের মার্বেল দৌড়, ম্যাজিক বক্স,  র্যাফেল ড্রসহ খেলা ও গানে গানে মুখরিত হয়ে উঠে ঢাকা রিসোর্ট আঙিনা।

এবারের ই-ক্লাব ফ্যামিলি ডে আউটের মূল স্পন্সর ছিল ইন্টেরিয়র স্টুডিও এবং পার্টনার হিসেবে ছিল ঢাকা রিসোর্ট, লীজান মেহেদী ও ট্রিপনস। ফটোগ্রাফি পার্টনার ‘নিজল ক্রিয়েটিভ’।

 ই-কমার্স ও উদ্যোক্তা থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ