সোমবার , ০২ ডিসেম্বর ২০২৪

দেশকাল প্রতিবেদক:
৫ম শেখ কামাল জাতীয় ফেন্সিং প্রতিযোগিতা ২০২৩ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর ১০, ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নৌবাহিনী ৭টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩টি স্বর্ণপদক, ২টি রৌপ্য পদক এবং ৩টি ব্রোঞ্জ পদক পেয়ে প্রথম রানার্সআপ হয়েছে। আনসার ও ভিডিপি ২টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় রানার আপ হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বঙ্গবন্ধু চেয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতিউর রহমান। ড. আতিউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাছাড়া ড. আতিউর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ড. আতিউর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল বাংলাদেশে আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সূচনা করেছিলেন, ডক্টর আতিউর রহমান স্মরণ করেন। তিনি বাংলাদেশে ফেন্সিং খেলাকে জনপ্রিয় করতে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের (বিএফএফ) সভাপতি শোয়েব চৌধুরীর গতিশীল ভূমিকার প্রশংসা করেন। ফুটবল এবং ক্রিকেট বর্তমানে বাংলাদেশে খুবই জনপ্রিয় খেলা এবং বিএফএফ কর্মকর্তাদের নিষ্ঠা ও উদ্যোগের মাধ্যমে ফেন্সিং শীঘ্রই দেশের আরেকটি শীর্ষস্থানীয় খেলা হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন ড. আতিউর রহমান।

বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরী সকল অতিথি ও ফেন্সারদের শুভেচ্ছা জানান। শোয়েব চৌধুরী শেখ কামালকে বাংলাদেশের অত্যাধুনিক ক্রীড়ার পথিকৃৎ বলে উল্লেখ করেন। শোয়েব চৌধুরী আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য ফেন্সারদের গুরুত্ব সহকারে প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণের আহ্বান জানান। ২০১৯ সালের দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশী ফেন্সাররা একটি স্বর্ণপদক সহ ১১টি পদক জিতেছে এবং একইভাবে অলিম্পিক গেমস এবং এশিয়ান গেমস থেকেও বাংলাদেশী ফেন্সাররা দেশের জন্য সম্মান বয়ে আনতে সক্ষম হবে বলে শোয়েব চৌধুরী আত্মবিশ্বাস ব্যক্ত করেন। শোয়েব চৌধুরী বঙ্গবন্ধুর বাণী ‘আমাদের কেউ আটকে রাখতে পারবে না’ মনে করে।

সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান ২০২৩ সালে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে ভাল পারফর্ম করার জন্য বাংলাদেশী ফেন্সারদের নিজেদেরকে যথাযথভাবে প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন। সেলিম ওমরাও খান দুঃখ প্রকাশ করেছেন যে কিছু অলস, পুরানো এবং নিষ্ক্রিয় কর্মকর্তা এবং ব্যক্তিরা বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্রীড়াবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন। সেলিম ওমরাও খান বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনকে সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দ্য এশিয়ান এজ-এর উপদেষ্টা সম্পাদক এবং প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব একেএম শামীম চৌধুরী বলেন, শেখ কামাল একজন সাহসী ও সক্রিয় যুবক ছিলেন। শামীম চৌধুরী আরও বলেন, শেখ কামাল আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ছিলেন। এ কে এম শামীম চৌধুরী যোগ করেন, শেখ কামাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও বীরত্বের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন।

ডিজিএফআই-এর সাবেক মহাপরিচালক ও ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ বলেন, জীবন একটি সংগ্রাম। তিনি বাংলাদেশে ক্রীড়া উন্নয়নে বিএফএফ সভাপতি শোয়েব চৌধুরীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বাংলাদেশী ফেন্সারদের উদ্যোগ ও আন্তরিকতার কথাও উল্লেখ করেন ।

 ক্রীড়াঙ্গন থেকে আরোও সংবাদ

ই-দেশকাল

আর্কাইভ